মৃত্যুর রং খুঁজতে গিয়েছিলাম
অসত্য এলোকেশ আর অন্ধকার নখে,
গ্রাস করেছে আমার অকালকাব্য।


বৃষ্টির কুয়াশায় কোল্ডকাতায়
কিচ্ছু ভালো লাগে না তোমার গন্ধ ছাড়া,
এসো গন্ধপ্রিয়া, এসো একবিংশে।


রাত জেগে যৌনকথা নয়
মৃত্যুকথা শুনতে চাইছি, কিংকর্তব্যবিমূঢ়।


এসো চাবি বানাই কাক, চিল, চড়ুই, শালিকে,
এ শহর তারামন্ডল দুষ্প্রাপ্য সুখ খোঁজে।


শহরে মৃতেরা বাস করছে অনেক প্রজন্ম,
মৃত্যুর শেষে আধার কার্ডের অপেক্ষায়
ডোম বসে আছে, ভীষ্মের মতো।


আমি বসে আছি মৃত্যু রঙের কবিতা মাখবো বলে
চির বসন্তে।