মুদ্রাদোষে আমি আবার তোমার ঠোঁটেই বসি
লাগ কলে না, পুচকু সোনা, ওগো এলোকেশি...
রাত বিরেতে এমন কাব্য আমি লিখি বসে
মনই জানে, মন কেন বিলাল সোনা পোষে...


হারিয়ে যাওয়া ক্লাসিক বিকেল, সে সব প্রেমের দিন
ছেলে ছোকরা দেখলে বড়রা কেন লাগায় আয়োডিন!


শীত শীত রাতে পরীক্ষা প্রশ্নরা আজ আনসিন
ভালোবাসার পদ্ধতিটা ভীষণরকম সেই প্রাচীন।


মুদ্রাদোষে চুমু পাচ্ছে, হামি তো দেয় বাচ্চা
আমার প্রেমটা যেন তুমি দিল্ থেকে সাচ্চা...