এ সময় বড় অন্ধকার, নাগরিক কোণে ধোয়া প্রেম
মনুমেন্টের নিচে তুমি অপেক্ষা কর না আর।
চকোলেটের আদরে তুমি নখ খেয়েছো, আদিমতায়...
প্রহার করেছ নিজের অস্তিত্বকে, গুরুত্বঋণে
এগিয়েছো মনহীন মনকাহনকে আস্থা করতে, প্রাদেশিকতায়।


বড্ড কঠিন এ সংসারের ভার। ভর ভালোবাসার ঊর্ধ্বে
এক মন জন্ম নেয় আস্তরণের শিখরে।
সে মন আর্থিক স্বচ্ছলতা বোঝে না
সে মন হৃদয়হীন ক্লেশ চায় না
সে মন ভালোবাসতে চায় নীল সমুদ্রে,


এসো চিবুকঋণ, এসো কোলাহলহীন ট্যাটু সুন্দরী
আলিঙ্গন করি বাংলা ভাষায়।
এ যুগের বাংলা ভাষারা বড্ড কবিতাশ্রয়ী,


আমি তোমার ঠোঁট প্রেম চাই, কণ্ঠ সুখের এ মাইনরে...
© সোমাদ্রি সাহা 2019