এসো নদীতীরে বসি, অদূরেই স্রোত-জীবন।
তুমি বলতেই পারো কবিতা লেখা দূর অস্ত
আমি এখনও সূর্য চাঁদকে দেখতে শিখিনি, চোখে...


গ্রীন করিডরে আমার হৃদপিন্ড নিয়ে যাওয়ার সময়
তুমি কী বুঝতে পেরেছিলে, সুশীল সমাজে
কাব্য সংস্কৃতি কতটা প্রয়োজন।
বোঝোনি, তুমি বর্তমানের শব্দগহ্বরকে খোঁজোনি...


হেসো না, পাগলও ভেবো না, তোমার সন্তান
তোমার চোখে চোখ রেখে বলবেই
‘কাম অন বাবা, তুমি আর যাইহোক রবি ঠাকুর না।’


শোনার পরে তুমিও অন্ধকারকে স্পর্শ করবেই
ওখানেই কবিতা...কবির চোখ লুকিয়ে।