মধু-চা মুখে দিতেই রোমাঞ্চবিলাসে ভেসেছি
অজস্র শীত জঠর ভেঙে জন্মাচ্ছে কৌরব
আমিও একাকী কর্ণ নামক, অপদার্থ
রথের চাকায় আটকে রেখেছি গোলাপ চুমু।
বিলাসিতার সন্ধ্যায় নাম খুঁজেছি, শরীর জুড়ে
অবসাদে, উন্নতির তাগিদে, যৌন অভীপ্সায়...


আসলে মন ভালো নেই জন্ম থেকেই
দুগ্ধ পানের সুযোগ থেকে বঞ্চিত নায়ক
সব জন্মেই বঞ্চিত,
এসো পাঠক আজ বঞ্চনার ভবিষ্যৎ লিখি
অগ্রিম রাজনৈতিক নেতার চোখে
কারণ এ ভারতবর্ষ প্রহসন ছাড়া কিছুই নয়
সাক্ষী ষোলোটি মৃত প্রাণ আর অতীত প্রজন্ম...