সকালে উঠে তোমার নবান্ন মুখ
পীঠে স্বাদে ঠোঁট ভরে চিরকালীন শীত,
তিস্তা থেকে যমুনা কতটা দূরপথ!
এসো সাবেকি প্রাতঃভ্রমণ
আজ ঘাসের শিশিরে প্রজাপতি খুঁজি।
জোনাকির আলো
প্রভাবিত করেনি নতুন প্রজন্মের প্রাণে।
আমি জেগে উঠছি প্রাচীন গন্ধে
অরণ্য হয়ে উঠছে তোমার নারীত্ব।


কতটা পুরষজন্ম চেয়েছিলাম প্রযুক্তিতে
ব্যাকরণে ভাষাকে খুঁজলেও
ভাষার প্রাণ শুনতে হলে
একবার রবীন্দ্রনাথে ফিরো নবান্ন।