একশহরের ভাষারা বদলে বদলে বাদল সঙ্গমে
অবুঝ রসকে খুঁজে নেয় বৃষ্টি সোহাগে।
গভীর রাতের খেলার মাঠ, দিনের কার্পেট ফুটবলে
নিম্নচাপের গন্ধ মেখে নেয় অজস্র কবিতায়...


এসো শুভ আশিষ এসো পুরাতন বৃক্ষ শিকড়
জীবন্ত কদম গাছের শাখায় কবিতা খুঁজি।


হিন্দুস্থান পার্কের পুজো দেখতে গেলে
ভালোবাসার ঐ বারান্দাকে ফিরে দেখবো
একবার হাসি মুখে তাকিও বিকল্প কলম
ফরমাইশি তুমি লেখো না, জানি অমরত্ব


ঝগড়া, শোক, লাঞ্ছনা ফিকে হয়ে
রয়ে যায় হাসি। অমরত্বের শেষ চুম্বন...