উচ্চ বৃক্ষ যুগলের চারায় লিখিয়াছিলাম অঙ্কুর
সে বাৎসল্যরসে চিবুক জিহ্বা খুঁজিয়া লইয়াছে, মাতৃত্বে
কিঞ্চিৎ অভিসম্পাতে ব্যবহার্য আমাদিগের প্রেম,
প্রেম হইতে ভালোবাসার পাঁচিলে কাক বসিয়াছে।
অনিরুদ্ধের সাথে খেলিয়া উঠিয়া পার্বতীর মনে হইল
এই পাত্র তাহার কাব্যের হইতে পারে, স্বামী জাগরণ নহে
প্রকৃষ্ট অনুধ্যায়ন করিয়া ভাসিয়া গেল ঋণগ্রস্থ ঔদার্য সিঁদুরে
উহাই স্থান হয় প্রেমহীন অর্থলোভী মানুষগণের


লোভাতুর বিশ্বের সমস্ত আত্মাই চিরকাল জিনিকে খুঁজিয়া চলে
মানুষ প্রেমের স্নিগ্ধতা জানে কেবল মূক প্রকৃতি
কথা মানব সে সব জানিবে না কোনও কালেই, ইহাই পৃথিবীকথন
মঙ্গলে বা চাঁদের আখ্যান অন্য একদিন বলিব...