এই যে অভিমান ফুল
আকাশে উড়ে যায় ছুটে, স্বপ্নপুটে
ন্যাকালসেমি বলতেই পারো।


জীবনকাব্য খাতাতেই অনর্থ ঘটায়...
তবু ফিরছি বন্যপ্রেম নিয়ে চন্দনা হয়ে।


এসো চন্দ্রমল্লিকার শীতে তোমায়
ডালিয়ার মতোই আদরনামা মাখাই, স্রোতে।


সোয়েটারের ওমে লেগে আছে স্মৃতি অতীত
একবার ফিরে তাকাও স্নানজলের চুলে
আমি ছাড়া কিচ্ছুটি নেই তোমার নেলপলিসে


ঝরা পাতার ঠোঁটে বাগান-ই-পাখি লেগে
শুনতে পাচ্ছো কাঞ্চনজঙ্ঘার কান্না-হাসি!
ঝাঙ্গি ঝরনার উচ্ছ্বল হর্ণবিল হাসি, পাচ্ছো শুনতে!