লুকিয়েছে বৃষ্টি মেয়াদ কষ্ট দিনের চোখে
নিভেছে স্বপ্নপাগল অঙ্করাতের শোকে।
বাজের মতো দিন মাস বছরে
জেগে ওঠে রহস্য গাছ রোজ
নেয়নি স্বামী আমার গর্ভে ভালোবাসার খোঁজ।


মেয়ে বলেই শিখেছি সমস্ত কাজ
একা একাই সামলাই সমাজের রেখা।
বর তো নামেই হু আমার স্বামী
আমি আমার কাছে সবচেয়ে দামী।


সময় হাসে আগের মতো, সময় কান্না করে
তবু দ্যাখো সারদা মা, রামকৃষ্ণের জন্যই মরে।