বৃষ্টি নেমে আসে উপত্যকার মাঝি নৌকোয়
আর দূরের পাখি বাসা অজুহাতের স্রোতে
ভেসে যায় আদি দিগন্ত ভুলিয়ে
সীমান্ত শহরে।


নাটকের শেষ দৃশ্য উহ্য রয়ে যায়
ভালোবাসার দুটি হাত
সুরের সাগরে টাইটানিক হয়ে যায়।
কারণহীন ভালোবাসা
ভাসিয়ে দ্যায় কিশোর বেলা
মাঝ বয়েসের চিঠিদের।


এত কাল পর খবর পেলাম
সে আর নেই,
পাখিরা কবেই উড়ে গেছে না-এর দেশে।


হ্যাঁ, তবু তো খাঁচা, তবু এই আরাম বিছানা
বালিশের পাশাপাশি
শুয়ে থাকি রোজ।
হাত ধরে সময়ের ঠোঁট
আর নাটকের ক্যাটাসট্রপি...