আঁকার পেনসিল রং এখনও খবর পায়নি।


হলুদ আলোর টেবিল ল্যাম্প,
অপেক্ষা করছে।
নতুন সাদা কাগজ
নরম রোদ
শীতের গরম চা,
অপেক্ষা করছে
লিকারের প্রতিচ্ছবি।


রংগুলো জীবন চাইছে।
বুলেটগুলো ভুঁড়ি ভেদ করতে পারছে না।
পারবেও না।


জীবন জেগে উঠবে,
অন্য প্রান্তরে,
এক ছোট্ট ছেলে
মাইনাস এক ডিগ্রিতে কাঁদতে কাঁদতে
আঁকতে শিখবে বাটুল।


সে বাটুল সুপার হিরো নয়,
সে বাটুল একটা পাওয়ার সার্কেল,
যার ভুঁড়ি থেকে জন্ম নেয়
স্পাইডারম্যানের মতো নানা মিউট্যান্ট...
করোনার ভাইরাসকে মারবে বলে...