চশমার ফ্রেম চায়ের ফ্লেভারের মতো
হারানো স্মৃতিদের দেখতে পায় না।
ধুলো লেগে থাকা অতীত আলনায়
আমার খাদির পাঞ্জাবি
লেগে থাকা কারখানার ঘাম
ফেলে আসা পরিশ্রমের ঘাস
সব কেমন জানি মায়াবী টানেলে
মিশিয়ে দ্যায় দূর কুয়াশায়।


পাহাড় পেরিয়ে নতুন ফ্রেমে
দেখতে পাই আজকের ভবিষ্যতকে।
পাঞ্জাবীতে কায়দা করা সুতোর কলকা
আলনার বদলে রট আইরনের আংটা
ঘামের এপাশে সুগন্ধী মায়া
ঘাসবিহীন মাঠের একাকী আশ্রয়
মায়াবী টানেলে ৩৬০ ডিগ্রির চেয়ারওয়ালা ট্রেন
আমার বুক ভেদ করে হারিয়ে যায়।


পথের ব্যথারাই তো আমাকে পাহাড় করেছে,
মা, একবার মুছে দেবে নতুন চশমাটা
আমি কিছু দেখতে পাচ্ছি না।