ফুটবল নিয়ে আলোচনা করতে করতে
বইমেলার জন্য লেখা সম্পূর্ণ করা হয়নি।
সময় সামনে এসে দাঁড়িয়েছে।


কবিতা চা খেয়ে বসেছে টেবিলে,
মনে পড়ল
জন্মদিন আজ লাল কবিতার।
সে নীল কবিতা হয়ে
রাত জেগে খেলা দেখে সব ভুলল?


সবে ফোনটা করতে যাবে
এক শীত হাওয়া
নরম রোদে কমলালেবু ছড়িয়ে দিলো।


ফুটবল নয় একটা নারকেল নিয়ে খেলছে ছেলেটা।
একটা মেয়ে এসে দাঁড়ালো।
কবিতা বলল, টুম্পা বাইসাইকেল কিক দিতে পারবি?


টুম্পা হেসে বলল, আমি খেলতে নয়
খেলাতে এসেছি, ভারতবর্ষকে।