সবুজ ভূটান আর বহমান সিরামারা
আমার নতুন কেনা ফ্ল্যাটের
ইনটিরিয়ারকে গিলে খেয়ে নিলো।


গরুমারার পেখম ময়ূর,
উষ্ণতার হাতি গন্ধ
চুলে পাহাড়ি ফুল মায়াবী, পলকেই।


বৃষ্টির রোবোট কবিরা
তিন কাপ কফি খেতে যাক কফি হাউজে
আমি কাঠবেড়ালির দুষ্টুমি দেখি
মূর্তি নদীর আবহে তোমার চশমায়।


গৃহপ্রবেশের রঙের গন্ধ জেগে থাকলেও
উড়ন্ত চোখে তখন তেনজিং নরগে বাসস্ট্যান্ড
বহমান করলায় ছেড়ে উড়ব
শীত পাহাড়ের কার্নিশে।


নদী তুমি ফিরে তাকাবে?