অবুঝ কবিতার গাছে পলাশ জন্মায় সসীম।
অমৃত আবক্ষে সবটুকুই আকাশ, নীল...
এককালীন চুক্তির পলাশ প্রেম নয়
প্রতি ভোরের পলক চোখে, আবেশ মিশ্রিত ঘ্রাণে
সুখরেখার আদিম লাল...
নীল, তুমি রবি ঠাকুর নও, তুমি নীল।
এই কারণের ফলাফলেই হাজার ফুল জন্মায় ঐ কাশ্মীরে...


রক্তকে শহীদ আক্ষায়িত অবুঝ দল
বুঝবে তুমি কতটা পাহাড়, কতটা নদী।
আমি বুঝি, পলাশকালে তুমি আমার অস্থিত্ব।
নীল—আবার বাঙালিজন্মে
কাব্যসৌরভ নিতেই জন্মাবে তোমার স্রোতস্বিনী।