আলোপথে লালজামা, শীত কম্বল
ভিড় রাতে নেশা গন্ধ আর কেক পেস্ট্রি ছড়িয়ে
ঘুমের ডাক দিচ্ছে ভোররাতে।


ঘুম এগিয়ে আসছে বলেই
কম্বলের ভালোবাসার ওম
খুঁজে পাচ্ছি না-শব্দের দেশে।


না-শব্দের ভালোবাসায়
ওম লেগে রয়েছে তোমার ঠোঁটের।


ঠোঁটে গন্ধ শুকে সান্টা যুবক হয়েছিল
কোন এক নিউ ইয়ারে।
আর আমি গাড়িতে বসে ভাবছি
এই ঘুম তো সকালে পায় না।
এই ঘুম তো শীতল রাতের
উষ্ণ পার্কস্ট্রীটের।