প্রতিদিন ঘুম পেলে মা বলে ঘুমা।
আমিও ফ্যান ভাতে তাকাই
বটগাছের পাখি হয়ে উঠতে উঠতে।
নিমডালের নিচে কোটরে টিয়া
অপেক্ষা করছে ভালোবাসার ঠোঁটের।
ছানারা বড় হচ্ছে পালকে,
আমি বড় হচ্ছি মৃত্যুতে।


ঘুম পেলে অসুন্দর ভূত সুন্দর হয়ে ওঠে
ওরাই বুঝিয়ে দেয় জীবন তো ঐ পারে,
করলা নদীর এপারে বসতি অপেক্ষায়
কাশফুলে নীল আকাশ স্পর্শ করলেই
উপন্যাস সম্পূর্ণ হবে।


ক্রেতা, পাঠক, দোকানদার সবাই তখন শরীরবিহীন।