আলেকজান্ডারের সাথে দেখা হয়েছিল কালীঘাটের ভোরে
ফিরছিলাম, পুজো দিয়ে সবুজ ঘাসের ধার দিয়ে,
পদ্মরা বিকশিত হচ্ছে, চাষ করতে যাচ্ছে কাস্তে হাতে
কারখানার ঘন্টা বাজতেই একটা হাত থামিয়ে দিতে চাইল।


আসলে শুভেচ্ছা প্রভাতে আমি স্বপ্নবাসায় ছিলাম...
একপ্রস্থ আইপিএল আর ভোটের বুলি শিখেছি কতক।


পার্সেল হয়ে যাওয়া মনটা জানেই না
নববর্ষ বলে কিছুই হয় না এসব দিনে,
নিত্যনৈমেত্তিক আয়ু যাপনে সন্ধ্যার হালখাতারা এখন বিলাসিতা।


বড্ড কৃপণ হয়ে যাচ্ছে আকাশ, সম্পূর্ণ এক নীল মন, নীলামন...