সূর্যকে ধন্যবাদ জানাতেই মন বলে উঠলো—
‘কাব্য যাও বৃহস্পতিবারের ফুল নিয়ে এসো।’
আমিও চললাম, ধূসর পাহাড়িয়া দূষণ পেরিয়ে
মনহীন এক অরণ্যের চিহ্নপথ এড়িয়ে, প্রাচীনে
সেখানেই একমাত্র ফুল পাওয়া যায়, ঐশ্বরিক,


স্থূল থেকে সূক্ষ্ম পথটি দূরন্ত এক স্নিগ্ধতা
পেরিয়ে এলে
এড়িয়ে গেলে
চলনশীল শব্দে
বলে যায় ঐতিহাসিক জীবনকথায়
না-দিনের মাঝেও তোমার হাসি ছিল, প্রাণ ছিল


এখন আমি ব্যবহৃত এক ঔদার্য। নষ্টকাব্য...