গান্ধীজি সকলের পকেটে, মানিব্যাগে, ওয়ালেটে
গান্ধীজি চাহিদা চিরকাল
ওনার জন্য কত্ত কষ্ট করছে ভারতবাসি
স্ত্রী চুরি করছে স্বামীর পকেট থেকে
সে সব ডিমানিটাইজেশন না হলে...
যাক সে সব ঘরের কথা।
তবে মানতেই হবে--তোমার নারীকে দরকার
নারী ছাড়া তুমি অসহায় – পুরুষ।
তেমনই গান্ধীজি ছাড়াও অসহায়—সক্কলে।


এই যে চাহিদা তৈরি হলো,
তা কেবলই বিনিময়ের জন্যই...


কেউ একবারও গান্ধীজির দর্শন বুঝলেন না।
অবশ্য তাহলে এতো কোটি টাকার অস্ত্র-নিষ্প্রয়োজন
অস্ত্র না থাকলে নেতা ও গদি কেবলই ধ্রুবতারা।


বিশ্বায়ন ও ক্ষমতায়নের মাঝে শান্তি বিঘ্নিত,
গান্ধীজির ছেলেও তার বাবাকে বোঝেননি,
আমিও বুঝিনি আমার প্রেমিকাকে...


সে কবিতা লেখে না, নিজেই কবিতা
গান্ধীজিও আজ সবকিছুর ঊর্ধে কেবলই টাকা


হায় রাম—রাষ্ট্র যাই চাক, আমাদের চাই শান্তি...