অনেকটা হতাশা জড়িয়ে রয়েছে
তবু নতুন হাঁটা
রোদ্দুর বা জ্যোৎস্নায়
এটুকুই থাক
পাঠ করব অন্য কালে
অন্য জন্মে
যে জন্মে
মানুষ নয়
কিছু রোবোট বাস করবে
এই কলকাতা বা ভারতবর্ষে।