এমন হাওয়াশীতের মাঝে দাঁড়িয়ে
তোমার হাসিচোখ, এলোচুল
রং বেরংয়ের তাগিদ চোখে ভাসছে,
পাহাড় পেরিয়ে নবসূর্যের আলোয়
তুমি এসে দাঁড়াচ্ছো সদ্য শেষ করা উপন্যাসে।
অনেক কাল আগে
পাহাড় পেরিয়ের ছোটগল্পে
তোমাকে নায়িকা ভাবিনি,
তখন হেমা মালিনির যুগ
কিন্তু আজ হঠাৎ বুঝতে পারছি
আড়ালে তোমার সুখচোখ
নেমে এসেছিল আমার কলমে।
এই যে চা বানিয়ে দিলে জানলার সামনে
খুব সুন্দর লাগছে।
সাজানো ছবির মতো এই অঞ্চল
তার চেয়েও সাজানো তোমার সবকিছু,
এখানে সন্ধ্যা সাঁঝ নেই
তবু তোমার শাঁখের ধ্বনি
আগলে রাখছে ফেলে আসা মায়ের তুলসীমঞ্চ।