দিগন্তস্রোত ঝড় ওঠে প্রতিদিন, অক্ষরের রূপকথায়।
তোমার মন-প্রাণ, যৌন চেতনার নদী বহতায়
ভেসে যায় অস্থির ঋতুস্রাবের কথাগুচ্ছ।
বড্ড মিলনের অভিসার, অভিসারিত চোখ
জমে থাকা অজস্র কান্নার পথ, প্রস্ফুটিত স্বপ্ন
এক অনন্য আনন্দ।


যৌনতা ভেবে ভুল করো না কষ্টকে।
প্রতি কষ্টের শেষে সূর্য আসবেই। ভোরের আলোয়
অজস্র চুমুরা বুক, পেট নাভী পেরিয়ে তোমার ঠোঁট
ঠোঁট থেকে পিঠে, ঘাড়ে ছড়িয়ে যাবে আবেশ


ভালোবাসার কোন নিয়ম নেই। বেলাইনের ট্রাম
ছুঁটে চলেছে ময়দানের মধ্যে দিয়ে,
এসো কোলাহল স্পর্শ করি, নীরবতা।
স্নিগ্ধতার চূড়ান্ত মুহূর্ত...