দূর থেকে দূরতম পুকুরের জলে তরঙ্গ ওঠে রোজ,
সময় নেয়নি ভালোবাসার প্রকৃতিতম খোঁজ...


ভেসেছে কৃষ্ণকলি ভাবনায়, ছুটে চলা দরজা আরশি
আজও আমরা কল্পনার হাইওয়েতেই যেন ভাসছি।


দ্রুত কমে যায় আয়ু, ভালোবাসাকে কাছে টানি
পেট্রলের দামে কিনেছি বিরিয়ানি আর জাফরানি।


খুঁজেছি রোজ পাখি শব্দ, আর্ত চিৎকার ভালোবাসা
দাঁড়িয়ে আছো তুমি দূর পাহাড়, চিরতম কুয়াশা।


হাইওয়ে মিলিয়ে যায় গাড়ির দ্রুততম শব্দকোষে
আমিও ফিরেছি ইঁট পাতা পথে তোমায় ভালোবেসে।


চোখের কোণে কান্নাআয়ু, ঠোঁটের কোণে না পাওয়া
তবুও জানি নশ্বর জীবনের সবটুকু তোমাকেই চাওয়া...