পৃথিবীর ছবি এঁকে ছড়িয়ে দিলাম রক্তপ্রেম।
আপোষ জ্বালায় গরীব হাত অন্ন খোঁজে,
প্রকৃতির ঐ কুহু ডাক বড্ড ক্লিশে, ভরা বসন্তে
স্নিগ্ধার আবির লাগা গালে মিষ্টি হাসিরা
বোহেমিয়ান হয়ে যায়, মাশাল্লাহ...
গ্রেনেড হামলার গন্ধে কবিতা নেই ডাল লেকে।


প্রকৃতিকে তাচ্ছিল্য করে ক্যানভাসে
সিগাল আঁকা যায় কিন্তু সমুদ্র-নোনার কান্নারা
স্নিগ্ধার আঁচলে লেগে পাহাড় ঝর্না হয়েছে বলেই
আজ বউ শূন্য ঘরে তুমি পাগল হয়ে যাচ্ছো।
অস্থির মন কবিতা চায় না, চায় ভালোবাসা,
কবিতা প্রকৃতির কাছেই গচ্ছিত, চিরটিকাল।


টাকা নয়, ভালোবাসা চাই তোমার জঠরে, এলো কাব্য...