বিষাদ পলাশ গহ্বরে ক্লান্তি
খনির ভিতরে অল্প আলোয়
লেজারটা বন্ধ করে শ্রমিকদের দিকে তাকিয়ে
অনুভব করলাম আমার মিসেস
কেন ভয় পায়, ঠাকুর দেবতা করে।
আমি চুপ করে খনিজ ঘ্রাণে
রহস্য জীবনের বাবাকে
খুঁজি আমার বুকপকেটে।


বসন্ত বুকে অরণ্য জন্মেচ্ছে
চামড়ার বৃদ্ধ চাহুনিতে, শিমূল।


বাবার কথা ভাবতে ভাবতে
আমি কবে পিতা হয়ে উঠেছি
তা বুঝতে জীবাশ্ম হতে হবে
কবিতাভূমির রক্ত ফাগুনে...