কবি হয়ে ওঠা পলাশ জানে না মৃত্যু অনিবার্য।
পিচ রাস্তার কোলাহলে,
বিষাদ মশারির ভিড়ে তাকিয়ে চাকরি প্রার্থী।
শিক্ষার চেয়ে এ দেশে দালালি বড়
লাইন দিয়েও তাই কবিতা পাই না।
মা-বাবা-প্রেমিকার নামে ব্যক্তিগত বহুকাল
একবারের জন্যই সত্য কাব্যের খোঁজ নেই, আয়নায়


কবি হয়ে ওঠা কিছু স্তাবক প্রশ্ন করে—
‘আমার বইটি নিলেন না তো...’
উত্তর দিতে না পেরে হাসি, ভালোবেসে।


কারবারি দল আসলে প্রবঞ্চক, প্রকৃতির কাছে...