নেমে আসা প্রিয় পাখি চায়ের কাপে
একাকী মেয়েটি কবিতা তুলছে বাগানে
সে সব গ্রন্থিত পুরস্কার গুছিয়ে ব্যাগঘুম
ফিরছে আজ দুশো কিলোমিটার, গভীরে।
গভীরতার অংশবিশেষ ছবিকথা হয়
আমরাও সে সব কুড়িয়ে আনি নাটকে
জীবন তো রঙ্গমঞ্চের থেকেও বিস্তৃত
তাই লিখছে মেয়েটির চোখে, নাভীতে।


মেয়েটি নারী হবে, নারী থেকে ঐশ্বরিক
পুজোনীয় সে সব আলতা নূপুর সাজিয়ে
ফিরছে মন, পাহাড়ের ঢালু উপত্যকায়।


ঐ যে কুঠি বাড়িটি, প্রাচীনতম কবিতাস্থল
ওখানেই রহস্য উন্মোচন করবে-অজিতেশ...
শুরু হবে নতুন উপন্যাস, আবক্ষ প্রকাশ
ঐশ্বরিক নারী তখন বিটোফেনের সুরে...