আলতো দুপুর ছুঁয়েছে বিকেল
সাঁঝের আগে তুমি
এক-দুটি লাইন ভালোবাসার,
শহীদের জন্মভূমি।


মুখ-দাঁত চেপে বসে আছি, অছিলা ভাষা
ফুলবাতির দিনযাপনে অমরত্বের প্রত্যাশা...


কঠিন শব্দ, ক্লান্ত যুগ
তবু আলোকিত রবি
গুছিয়ে রাখি পুরোনো ক্ষতের
সুস্থ আদিম ছবি।


নেই কারণের ভালোবাসারা, ভাসছে বনস্রোতে
নাগরিকরা বলছে কথা কাল সকালের প্রভাতে।


মোমবাতি হাতে হাঁটি
বিলিয়েছি যুদ্ধ খেলার ছক,
বিরিয়ানি-পিজায় বেঁচে
কেমনে বুঝবো কাঁটাতার শক...


ভালোবাসার আদিম খেলা, বড্ড নগ্ন ধর্ম তোরণ
সূর্যের রাত্রি প্রভাতে, সত্য মানবকে করবো বরণ।


আমি বেঁচে আছি, মনেই আছি
আবার ফিরব মায়ের কোলে,
ফাঁকা রেখো স্বপ্ন মাগো
ফিরবই ভারত আঁচলে...