বিদেশিনী বেশে ফিরবে একত্রিত মোহনায়,
ইলিশ এ সময়ে তেমন মেলে না আগ্লেয়গিরিতে।
স্বাদহীন এক শৈশব কেবলই স্মৃতিময়, আদুরে
তবু প্রাচুর্য নিয়ে ফিরে আসাটাই বিহঙ্গের উদ্দেশ্য।
মুক্তো আকাশের অনন্ত শৃঙ্খল আমাকে বদ্ধ করবে না
এই আশাতেই কবিও একদিন ঘুমিয়েছিল-পৃথিবীতে।


যখন ঘুম ভাঙলো, বুঝলো শরীর বদলে গেছে
নতুন জন্মে সে এখন চাঁদের বাসিন্দা।


চাঁদে শুধু চরকা কাটা বুড়িকে দেখা যায়
বাকিরা তো অক্সিজেন-লোভী।