মনের কুয়াশা সরে গেলে নতুন করে ভাবব
সামনে ‘আবার খাবো’ ও স্টপেজেই নামব।


ছবির সাথে যুক্ত হচ্ছে নতুন দিনের এ গল্প
আমি আবার সত্য বুঝি, মিথ্যা জীবন অল্প।


তুমি নেই বা তুমি আছো –এসব বড্ড পুরোনো
ভুল বানানের কাব্যে—হাতটা আজও বাড়ানো।


দ্রুত গাড়িটা পেরিয়ে গেছে এদিক ওদিক কাল
ফটোর জন্য আবার হবোই, হবোই তো মাতাল।


আমার সমস্ত খারাপ দেখেও ভালোবাসো রোজ
জীবন আসলে এটাই, ‘কী করছ’ লিখেই খোঁজ।


অনেক টাকা, অনেক সুখ, এসব ভেবে কী বা হবে
বেশি অংক কষে নিলে জীবনটাই তো দূর পালাবে।


আমার ভাবনায় ক্যামেরা কোণ, তোমার ঠোঁট শুধু
তোমার চোখেই লুকিয়ে আছে, সৃজন-মননের মধু।


ভ্রমণ শেষে ফিরছি রাতে তোমার আবেশ পেতেই
হেরে যাওয়ার পরে সব সৈনিকই তিরাঙ্গা জেতেই...