মতানৈক্য বিচ্ছেদের পরেও পড়ে থাকে পরিত্যক্ত প্রেম
খেতে বসে মনে পড়ে তুমি এখন কী করছ, অনসুয়া...
তোমার নদীস্রোতে অন্য পুরুষ গন্ধ, অন্য আগুন শিহরণ
সম্মোহনী দৃষ্টি গ্রাস করেছে তোমার বর্তমানকে
বিচ্ছিন্ন দ্বীপের মতো ফিরেছি ঘরে চাকরির প্রতিশ্রুতিতে,
পাইনি স্বনির্ভরতা।


ঠিক ভুল বিচারের মদাশক্তি কাব্য আমার শরীরশবে
এক শালিক ক্রমাগত সঙ্গমের কথা বলছে
আমি ভাবছি তুমি তো পরিত্যক্ত করে চলে গ্যাছো।


অনসুয়া বলেছিলে মি. ভাটের দেওয়া উপহার,
বড় মনের পরিচয়।


বোঝোনি, ভালোবাসা মানে ত্যাগ। শরীর মোহ সবটুকু নয়।
ভালোবাসায় বৃদ্ধ হতে চাওনি।
সবই বুঝতে, তবু না বোঝার ভান অরণ্য দাবানলে।
পরিতক্ত যাপনআয়ুকে টেনে নিয়ে যাবো একা, একাই
ভালোবাসা আসে একবারই
বাকিটা ভ্রম, বাকিটা দুই দিনের লাক্ষাদ্বীপ।