ভালোবাসি, তাই ভালোবাসার ক্ষতি চাইনি অরণ্যে
সমুদ্র নোনায় ধারণ করেছি শ্যাওলার আস্তরণে
পরিত্যক্ত টাইটানিকের অন্দরে অসীম শিল্পকর্ম,
জাগিয়ে তুলছে হরমোনকাল, অনন্তকাল।
শীর্ণ বৃদ্ধ আবহে একাকিত্বহীন যাপনরাজত্ব
সাম্যের স্নিগ্ধ চওড়া হাসি, অস্তিত্ব—
বেড়েই চলেছে। প্রতিদিন। প্রতিক্ষণে।
ঔরসহীন ভালোবাসার গোপনে পরিত্যক্ত সময়
উঁকি দেয়।


ভালোবাসা পরিত্যক্ত হয় না। আত্মা তাই ফিরছে
মৃত বাড়ির কবরে কেউ ঘুমিয়ে নেই, বেহস্ত নেমে আসছে...