না বোঝা পাখিটা আকাশে উড়ে গেল
সবুজ সকাল
অন্ধকারে, মায়াবী হলো
না বোঝা তুমি মিলিয়েছো অনন্তে, শাখাহীন
প্রশাখারাও আজও বাঁচে, না বলা দিনে
বড্ডরকম রঙিন, আকাশ ফেরত
স্বপ্নরা
আদরিয়া ঋণ।
না বোঝা সকাল, ফিরিয়ে আনছে তোমাকে
বুঝতে পারার মননে...


ফিরছে পরিযায়ী মন, আপন, বড্ড মন কেমন
এসো পরিচয় করি শপথের মিলিত স্নিগ্ধতায়
রোদ্দুর ব্যাপন করি দ্রোহে
মোহে
ভালোবাসার, বাসা আশার, আসা বাসার...