আমার বডিকে ঢেকেছে সাদা চাদর
এমন সাদা তো রোটাং পাসেও ছিল,
ওখানে সৈন্যবাহিনী ছিল
বদ্রীনাথ বা ছাংগু লেকের মতোই।
আমার শরীর শীতল
বরফের মতোই বা সাপরক্ত।


শীতলতার গালোয়ানে সীমানা অদৃশ্য
বরফের সাদা পান্ডুলিপির রক্তক্ষরণ বোঝেনি
শহীদের বুকেই স্বাধীন দেশ ঘুমায়
কবিতার বনমালী সেজে।