ভেবেছি ট্রাঙ্কের শব্দ-বন্ধদের জলপানি দেবো
পুরোনো ওয়াইনের দামী ভাষার তোরণে
উজাড় করবো বাংলা ভাষাকে, কঠিন মরুভূমি চুমুতে।
জ্ঞান চর্চার উট, রাজনৈতিক মেরুদন্ডহীন কিছু সু-আপদ
শেষ করে দেওয়া চক্রান্তের পিআর-এ ভেসেছে, বহুজন্ম।


জীবন কতটা রঙিন, জীবন কতটা স্নিগ্ধ
তা বোঝার তাগিদেই কবিতার কাব্যরস ছেড়ে
চুমু খেয়েছিলাম ঝরে যাওয়া ভাষাকে, গহীনে


কবিতা লিখতে শিখিনি, ভাষাই লিখিয়ে নিয়েছে
তোমার প্রতি রাতের ধর্ষণ, লক্ষ্ণীর কান্না, সরস্বতীর ছেদ
দুর্গার পুরুষতান্ত্রিকতার দীর্ঘ নিঃশ্বাস
কালো নগ্নতার বারুদকে ফিনিক্স করো মোহ


বাংলা ভাষাকে বিদ্যুৎ পরাগমিলন দিতে চাই মেঘপালক, পরজন্ম।