পরকিয়া আঙুল ঢুবতেই জাহাজ ভাসলো উত্তাল
ঠগ জোচ্চোরের দল ক্রমাগত গর্জন করলো
হাজার হাজার রক্ত-মাছি নারীকে দুর্গা ভাবলো
শুরু হলো প্রলয়, যুদ্ধ, অস্থিরতার আইনযজ্ঞ।


ঐ দূরে এক মহাধিরাজ বসেছিলেন,
তিনি শুধু বললেন
‘আমায় কত ঠকাবে, আমি তবু বিশ্বাস রাখবো
নারীর ভালোবাসায়।’


কারণ নারীরা নিঃস্বার্থ ভালোবাসে পুরুষকে,
সত্য পুরুষকে।