১.
পয়সা নষ্ট করলে অরণ্য বিমূর্ত বিকেল কাব্যে
না বুঝ কবিতার পোড়া গন্ধ
বিটোফেনে অর্কেস্ট্রার ধ্বনি চোখের সামনে
প্রতিটি লাইনে রাত থেকে দিন হয়ে ঝড়
লেগে রয়েছে পাগলের মতো।


২.
জটিল পরকীয়ার পৃথিবীতে এ কাব্য
রাজনীতিহীন, পয়সা নষ্ট ।
মলের সীটে আমি ও আমার স্বামী
সন্দেহ বুনেই ফিরেছি ঘরে
এসি-র ঠান্ডাতেও গরম লাগছে,


রেশ ছিল পরের দিন সব্জীওয়ালা আসা পর্যন্ত ।


৩.
স্ট্রোক হয়েছে বলেই নার্সিংহোমে
অপেক্ষা করছে আত্মীয়রা।
মাত্র দুজন আসবে
এক এক করে।
সুস্থ হলে বাড়ি যাবে।
পয়সা নষ্ট হচ্ছে অনেক...


আত্মীয়রা ভ্রম মাত্র,
চুল্লীতেও আজ করোনা গন্ধ।


৪.
জটিল দৃশ্যগুলি সরল করেছে যাঁরা
আকাশে তাঁরাই মহাবিশ্বময় তারা।