আরণ্যক হৃদয়ে বৃষ্টির জল লাগতেই কবিতা সঞ্জীবনী।
তুমিও ঢেউ থেকে উঠে এসে উত্তপ্ত লাভা...
আগ্নেয়গিরির অন্তরে শিখা জ্বলে উঠুক নীরবতায়।
সীমান্তবর্তী প্রাদেশিকতায় অসুর জেগে
আমি পেরিয়ে এসছি সে যুদ্ধ বিকল্প।


অঞ্জলি দেওয়ার মতো অবশিষ্ট নেই কাব্য উঠোন
এখন কেবল প্রাণীদের হাহাকার শুনতে পাই
তুমি বিষণ্ণ হয়ে ওঠো সূর্যপ্রাতের স্বদেশিকতায়
আমি আর আমি নেই মাতাল জরিমানায়...


ভালোবাসার একাকীত্বে ঈশ্বর হয়ে উঠেছি, উদ্যান পুজোয়।