উন্নতির পরীক্ষায় গ্রাস করা অরণ্যপাতা
বোহেমিয়ান জলনদী, বরফপিন্ড
কাঁদতে, কাঁদতে ঘুমিয়েছে সাজের মাধুর্যে।
পশ্চিমী উন্নতির জঠরে বাংলার উনিশে মে
কবরের গভীরে ভোটযন্ত্র হয়েছে, সময়ে।


জেগে ওঠার পৃথিবীছবিরা আজ ব্যর্থ ভূগোলে
তোমার হাসির গভীরে ঘুমিয়েছে ভ্রুয়ের অবাধ্যতায়।


পারিজাত ফুল তোমার বুকের থেকে জন্মালে
উপলব্ধি করবে, প্রকৃতির কাছেই মুক্তি—কবিতার।
ইঁট, কাঠ, লোহার স্থাপত্য কোনও কালে
কবিতাশ্রোতা নয়। টাকার লালায় ক্লিষ্ট এক জীব।
জীবভয়ংকরতার নাম লোভাতুর মানুষ।