অনেকটা পথ পেরিয়ে তালা খুলছি এখন
ঘরের বাঁদিকে রাখা বাবার ইজিচেয়ার
মায়ের পানের ডিব্বে।
বইয়ের তাকে ধুলো লেগে আছে ডাকনামের সম্পর্কে...


ওদিকে প্যান্ডেলে ঘোষণা হচ্ছে বোধনের।
আমি ধীরে বসলাম ফ্যানের তলায়,
আরাম হাতের গ্লাসে জল
আমার আঁতেল পাঞ্জাবিকে শান্তি দিল দুদন্ড...


তাকিয়ে দেখলাম হাতটা ঠাকুমা থেকে মা হয়ে
স্ত্রীকে ছুঁয়ে আমার ছেলের বউ...


দুর্গা বদলায় কিন্তু প্রার্থনা একই থাকে।