শবশীতলতার শেষে আগুন ভোরের দহন।
পেরিয়েছি কাঞ্চনজঙ্ঘা, এভারেস্টের বিষাদ
কাব্যকেকের পার্কস্ট্রীটে আবেশ গ্রাস করছে
মোমোর গন্ধে ছোট্ট মেয়েটি মিশছে ম্যালে
ধর্মতলার বাবেলটা দার্জিলিঙের চায়ে মিশতেই
আলোড়িত শৈশব জন্মালো ষাটের সকালে।
বালাইষাট, এতো শুধু জন্মান্তরের কথা নয়
অর্জুন,
দ্রৌপদী আজ অন্য বেশে অপেক্ষায় চিড়িয়াখানার পিছনে


একবার নারী জন্ম হলে তুমিও বুঝবে
সাগরে কষ্ট নয়, ঐশ্বরী থাকে...