বসন্তের রোদে লেগেছে পাহাড় বিষাদ।
পেরিয়ে যাওয়ার পলাশ
এখানে লাল নয়, ভীষণরকম নীল।
সবুজ ফার্ন, ইউক্যালিপটাস
জরাজীর্ণ বেহালায় সুর তুলে দেয়
ঝরা পাতার শরীর খাজে।
প্রেমে পরে যায়
কাঠবেড়ালির ভালোবাসা
খরগোশের উড়ন্ত ঘুড়ি।


একটা বনফুল এখনও
নড়ছে
দূর উপত্যকায়।


শুনেছি ঐ উপত্যকায় কবিতা লেখা হত
যখন এই গ্রহের নাম ছিল পৃথিবী।