জুজু হয়ে থাকা ভেজা চুল জানে
নদী মাটির সাথে বেশ্যা মাটি মিশছে
রূপোলি জলপ্রপাতে।
অনেক কাল ভৈরবী শুনিনি, স্রোতমানবে
নিবিষ্ট এক চেতনা গ্রাস করেছে
বিরাগভাজন এই দুনিয়া বারুদে।


তবু ভালোবাসার নিঃশ্বাসে লেগে ঋতুস্রাব
মনের মধ্যে জেগে অপরিণত আয়ু
আর তোমাকে পাওয়ার প্রথম ক্ষণ।


স্বার্থ ভুলে ঘুরে তাকিও—
তুমিও খুঁজে পাবে গুটেনবার্গ থেকে জুকারবার্গ
সকলে তোমার ঠোঁটেই বিশ্রাম নেয়
প্রিয়।