মৃত্যুর পাশে জাগ্রত নদী বসে।
হারানো জীবন উঠে দাঁড়ায়,
প্রশ্ন করে।
কতটা প্রভাবিত উৎসাহ
জেগে উঠল এ জীবন সায়াহ্নে?


নদী সব দেখছে প্রবালস্রোতে
পাললিক কষ্ট দীর্ঘতর হচ্ছে।


নদী কখন আয়ুরেখা হয়েছে
বোঝার চেষ্টা করছি বলেই
এখন লেখা হয়নি কবিতা,
বলা হয়নি সুপ্রভাত।