অমৃতশিক্ষার অনন্ত আশীর্বাদ মানবকূল যখন নিতে পারল না, তখন অভিসারিকার পথ হেঁটে উপত্যকার প্রকৃতি সৃজনে মিলিয়ে গেল বহমান নদী। সে অববাহিকার ফুল, পাখি, বায়ু, খোলা জানলায় প্রজাপতিদের যা শিখিয়েছিল সরস্বতী, ডিগ্রি স্ট্যাটাসহীন সে সব সৌন্দর্য্যই আজও বর্তমান। মানুষের সেল্ফি ট্যাটু ইমোজিরা বড্ড ক্ষণস্থায়ী মাস্টারপ্ল্যান। এসমস্ত শেষ হলেই শুরু হবে প্রকৃতি যুগ। সেই যুগে মানুষ বই পড়বে, লিখবে, কিনবে। সরস্বতী আত্মজ। অনুধাবন করাটাই শিক্ষা।