বড্ড ক্লান্ত শহরের চোখ।
ঘুমিয়ে থাকি, আস্ত জীবন, অনভিপ্রেত
আরোগ্য জেগে ওঠে মানবতায়
মায়ের আঁচল ও গন্ধ ডেকেই চলে
পৃথিবী-প্রলয় দিনে, অর্বাচীন লাগে প্রেম
যা করতে চাইছিলাম—সবটুকুই বৃথা
যা করেছি তাও বেরঙিন
কারণ প্রকৃতি বেঁচে থাকে তার নিয়মে


আমরা নিমিত্ত—আগেও ছিলাম, আজও...