বাসে গান শুনিয়ে যে দুগ্গা টাকা চায় রোজ
টালা ব্রিজ ভাঙলে, নেবে কি তার খোঁজ...


অনেক শাড়ির ভিড়েও লুকিয়ে তাঁতির কষ্ট
প্যান্ডেলের লেবারদের কথাতে মাথাই নষ্ট।


চলো ছবি তুলি সুন্দরীদের মডেলের মতো
মেকআপে মিশছে আজ-দুর্গার মনের ক্ষত।


তুমিও কী তোমার দুর্গাকে কষ্ট দাওনি চোখ
নারীরাই কল্পনা চাওলা, তবু কেন এত শোক...


আনন্দ দিনে হপিং, শপিং, সেল্ফি টেকিং পাউট
কত দুর্গা সত্য হাসছে, সে ব্যাপারেই যে ডাউট।


সকলে সেলেব হতে চায়, বানায় খালি মিম
আমার চোখে শিউলি মাখা অপু-দুর্গার ফিল্ম


ঘরের ফেরার গন্ধ নিয়ে প্রদীপ জ্বালিয়ে মা
ঐ জ্যান্ত দুর্গাকে সময় প্লিজ ভুলে যেও না।