লক্ষ চুমুতে ঘুম ভাঙলে
নীলকন্ঠ পাখির পালকে জড়িয়ে রাখি শীত।
আরাম শিউলি বলে যায় কাশদের দুষ্টুহাসির প্লাবনে
ভেসেছে ট্রেনের কুয়াশা রোদ্দুর।
ঐ রোদ্দুর এলো বলেই অমাবস্যার অসুর
বিলীন হলো আমার হৃদয়ে।


ভালোবাসার পরে নবজন্মের স্বপ্ন দেখছি জলনাগর।
চয়ন করে আনা চুমুতে সাজিয়ে রাখছি থালা আহার...
আমার তেষ্টা থেকে ক্ষুদায় জড়িয়ে শঙ্খধ্বনির মা,


আলতা পায়ে মা স্বপ্নরাশির হাসিতে স্পর্শ করছে চাঁদ।
নতুন জামার গন্ধ লেগে আছে শৈশবে।
এখন সব লোক দেখানো...
মা বিসর্জনে নীলকন্ঠ হলে নেবো তো আমাদের...জোড়ায়।